বাউফলে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সমাবেশ

বাউফলে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সমাবেশ

দেলোয়ার হোসেন, বাউফল :পটুয়াখালীর বাউফলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক আলকাস মোল্লার মুক্তির দাবীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৫টার দিকে উপজেলা থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসী ব্যানারে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বাবুল হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,বাউফল উপজেলা
যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফয়সাল আহেম্মদ মনির হোসেন মোল্লা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ স ম কবিরুজ্জামান, বাবুল বেপাড়ি সহ চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের মেম্বারগন। এর আগে দুপুরের পর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড
থেকে হাজার হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদেন। সভায় বক্তরা বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্মদিন ও জাতীয় শিশু দিবসের শোভাযাত্রায় বাউফল উপজেলা চেয়ারম্যান আহত হওয়ার ঘটনার সময় চেয়ারম্যান আলকাস মোল্লা জড়িক নয় । ওই সময় তিনি ঘটানার কাছেই ছিললা। টানা দুই বারের একজন জনপ্রীয় চেয়ারম্যান এনামূল হক
আলকাস। তাকে একটি গোষ্ঠি মিথ্যা ও ষরযন্ত্রমূলক মামলায় জড়ায়।ওই মামলায় বর্তমানে তিনি কারাগারে আছেন। আমরা চেয়ারম্যান আলকাস মোল্লাসহ সকল নেতাদের মুক্তি দাবী করছি।